বিমানে সন্ত্রাসী হামলা চালানোর ষড়যন্ত্রের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এ কথা বলেছেন। তিনি বলেছেন, এর মাধ্যমে ওই ষড়যন্ত্রকে ভণ্ডুল করে দেয়া হয়েছে। অস্ট্রেলিয়ার পুলিশ বলছে, গ্রেপ্তার করা ব্যক্তিরা কোনো সুনির্দিষ্ট সন্ত্রাসী গ্রুপের সঙ্গে যুক্ত নয়। তবে তারা ইসলামপন্থি উগ্রবাদে উৎসাহী। অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ কমিশনার অ্যানড্রু কোলভিন বলেছেন, গোপন সূত্রে পুলিশ কর্মকর্তারা ওই চার ব্যক্তির পরিকল্পনা সম্পর্কে জানতে পারে। বলা হয়, তারা বিস্ফোরক ব্যবহার করে হামলা চালানোর পরিকল্পনা করছে। এ ঘটনাকে বড় ধরনের একটি ষড়যন্ত্র বলে বর্ণনা করেছেন টার্নবুল। গ্রেপ্তার করা লোকদের রাখা হয়েছে পুলিশি হেফাজতে। তাতে তাদের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ গঠন করা হয় নি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn