অলিম্পিকে ক্রিকেট চায় না ভারত!
বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব অলিম্পিকে এখনো সোনা জেতা হয়নি ভারতের। সর্বশেষ রিও অলিম্পিকের আগে ছিল রূপা জেতার আক্ষেপও। সেটি দূর করেন পিভি সিন্ধু, ব্যাডমিন্টনে রূপা জিতে। সোনা জেতার প্রতিযোগিতায় আসলে ভারত অন্যদের থেকে বেশ পিছিয়েই। তবে অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভূক্ত হলে সোনা জয়ের বড় একটি সম্ভবনাই তৈরি হবে দেশটির। কিন্তু সয়ং ভারতীয় ক্রিকেট বোর্ডই যে চায় না অলিম্পিকে অন্তর্ভূক্ত হোক ক্রিকেট!
১৯০০ সালে প্যারিস অলিম্পিকে সর্বশেষ ক্রিকেট অর্ন্তভূক্ত করা হয়েছিল। এরপর দীর্ঘ সময়েও ক্রিকেট হয়নি। ২০২৪ সালে প্যারিসে বসবে অলিম্পিকের আসর। আর এই আসরেই আবারো ক্রিকেট অন্তর্ভূক্ত হোক- এমনটাই চায় আইসিসি। বিশেষ করে টি-টুয়েন্টি সংস্করণ। আইসিসি এর জন্য রয়েছে বিসিসিআইয়ের মতের অপেক্ষায়।
বিসিসিআইয়ের একটি সূত্র টাইম অব ইন্ডিয়াকে বলেছে, আমরা আইসিসির অলিম্পিক নিয়ে উদ্দোগের কথা শুনেছি। কিন্তু একাধিক বোর্ড কর্তাই অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তিতে রাজি নয়।
কিন্তু যেখানে সাফল্যের হাতছানি সেখানে বিসিসিআইয়ের রাজি না হওয়ার কারণ কি? সেটি নিজেদের স্বার্থ রক্ষা ছাড়া আর কিছু নয়। ক্রিকেট অলিম্পিকে অন্তর্ভূক্ত হলে ভারতীয় অলিম্পিক সংস্থার অধীনে চলে যাবে বিসিসিআই। ফলে বোর্ডের স্বাধীন সত্বাটি থাকবে না। এছাড়া অলিম্পিকের সময় অন্য সিরিজ আয়োজন করলেই বরং আয় বেশি হবে। একারণেই আইসিসির উদ্দোগে রাজি হচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড।
আরেকটি সূত্র মতে, বিসিসিআইয়ের প্রতি আইসিসির সাম্প্রতিক আচরনও নাকি এর জন্য দায়ী। সূত্রটির দাবি, ‘আইসিসি সাম্প্রতিক সময়ে বিসিসিআইয়ের সঙ্গে খুব ভয়ানক আচরণ করেছে। এখন যদি তারা তাদের নিজের সুবিধার জন্য আমাদের কাছে আসে, আমরা কেন মেনে চলব? এমনকি এটি এমন একটি বড় পদক্ষেপের যার আর্থিক দিক সম্পর্কেও আমরা জানিনা। আমরা বলছি না যে এটি সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে, কিন্তু একটি সিদ্ধান্ত নিতে আমাদের উপর জোর করা উচিত নয়।’