লাঞ্ছিত শিক্ষকের পুর্নবহাল, অভিযুক্ত কর্মকর্তাকে বরখাস্ত এবং আন্দোলনরত শিক্ষার্থীদের পরবর্তীতে যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়রানি না করে-এ তিন দফা দাবিতে আন্দোলন করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে তৃতীয় দিনের মতো রাস্তায় নামেন তারা। বিশ্ববিদ্যালয়ের ১ ও ২ নম্বর ভবনের সামনের রাস্তায় অবস্থান নেন। এসময় ভিসিকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে তাকে বের হতে দেবেন না বলেও ঘোষণা দেন আন্দোলনকারীরা। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহান উদ্দিনকে লাঞ্চিত করেন একজন কর্মকর্তা। পরে ওই শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn