ষোড়শ সংশোধনী জাতীয় সংসদে আবার পাশ করা হবে :মুহিত
“ষোড়শ সংশোধনী জাতীয় সংসদে আবার পাশ করা হবে। বিচার বিভাগ যতবারই সংশোধনী বাতিল করুক, সংশোধনী পাশ করার অধিকার জাতীয় সংসদের। জাতীয় সংসদ আইন সভা এবং সবার উর্দ্ধে তার অবস্থান। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানে এ অধিকার জাতীয় সংসদকে দেয়া হয়েছে। সামরিক সরকার এ অধিকার খর্ব করেছিল বিধায়, জাতীয় সংসদে পুনরায় তা ফিরিয়ে আনা হয়েছে।”
আজ শুক্রবার (৪ আগস্ট) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার-সিলেট-ঢাকা- সুনামগন্জ বাইপাস সংলগ্ন (ইসতেমার মাঠ) এলাকায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন- জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে মোমেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, অ্যাডভোকেট আফসর আহমদ চেয়ারম্যান প্রমুখ।