বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশে বিলম্বের বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এ ঘটনায় ফিলিপাইনে মামলা থাকার কারণে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না। শনিবার দুপুরে সিলেটে একটি সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। মুহিত বলেন, মামলাটি একটি পর্যায়ে গেলে রিপোর্ট প্রকাশ করা হবে। অর্থমন্ত্রী বলেন, ফিলিপাইনের ব্যাংক বলে দিয়েছে টাকা ফেরত দেবে না। এখন রিপোর্ট প্রকাশ করলে সেটা হিতে বিপরীত হতে পারে।
পানামা পেপার্স কেলেঙ্কারি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, যাদের নাম এসেছে তাদের বিষয়ে তদন্ত চলছে। দুদক বিস্তারিত খোঁজখবর নিচ্ছে। তারা প্রতিবেদন দিলেই ব্যবস্থা নেওয়া হবে। এর আগে, অর্থমন্ত্রী সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে অংশ নেন।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অর্থমন্ত্রী বলেন, সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য পদক্ষেপ নেওয়া জরুরি। এর জন্য সরকারের পাশাপাশি জনগণকেও আরো সচেতন হতে হবে।অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বর্জ্য ব্যবস্থাপনার উপর মতামত ও কর্মপন্থা উপস্থাপন করেন। সেমিনারে উপস্থিত ছিলেন ড. জামিলুর রেজা চৌধুরী, ড. একেএম আবুল মোমেন, এস এম মাহবুবুর রহমান, আনিসুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ওই বছরের ১৫ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা করেন।
মানি লন্ডারিং প্রতিরোধ এবং তথ্য ও প্রযুক্তি আইনে অজ্ঞাত পরিচয়দের আসামি করা হয়েছে। সাইবার জালিয়াতির মাধ্যমে চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার রিজার্ভের অর্থ ফিলিপাইনের রিজল ব্যাংকে যাওয়ার পর ইতোমধ্যে দেড় কোটি ডলার ফেরত এসেছে, বাকি অর্থ উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn