ছাতক: ফুটবল চ্যাম্পিয়ন লীগের ফাইনাল অনুষ্ঠিত
ছাতকের দিঘলী রামপুর শাহজালাল একাদশ কর্তৃক ১ম ফুটবল চ্যাম্পিয়ন লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ আগস্ট) বিকেলে স্থানীয় গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইন্যাল টুর্নামেন্টে টাইব্রেকারের মাধ্যমে দুলাল একাদশকে হারিয়ে শাওন একাদশ বিজয়ী হয়। পরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবগঠিত ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলু। তিনি তার বক্তব্যে বলেন- লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় খুবই প্রয়োজন রয়েছে। খেলাধুলার মাধ্যমে মানুষের মনন বিকাশ ঘটে। আজ সেই গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলা দিন-দিন হারিয়ে যাচ্ছে। তাই ঐতিহ্যবাহী ফুটবল খেলা ফিরিয়ে আনতে এবং মনন বিকাশ ঘটাতে খেলাধুলার কোন বিকল্প নেই। আগামীতে বড় পরিসরে এ আয়োজন করতে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আজির উদ্দিনের সভাপতিত্বে ও সাদ্দাম হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মুরব্বি বদর উদ্দিন, ব্যবসায়ী ফখরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আবদুল হান্নান আঙ্গুর, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক রইছ আলী, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, ছাতক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান আঙ্গুর, সাবেক মেম্বার দ্বীল হোসেন, ছাতক উপজেলা যুবলীগের সহ-সম্পাদক দেলোয়ার হোসেন ওয়ারিছ, আ’লীগ নেতা লীল মিয়া, মুরব্বি আশা উদ্দিন, আজির উদ্দিন, ছালেক আহমদ, ইউপি সদস্য নিজাম উদ্দিন, আবদুল খালিক, শাহজালাল একাদশের সদস্য ফরহাদ, হাবিবুল, আনোয়ার, শাওন, দুলাল, মুহিব, দেলোয়ার, সানি, ছাত্রলীগ নেতা নাছিম হুসাইন, শুকুর, সাজু, রমজান, ইমন, আজিজ, নাসিম প্রমুখ। খেলা পরিচালনা করেন কাওছার আহমদ ও ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন- এমআর ছায়েম, শিল্পী সালমান ওয়াহিদ, অজিত মনি।