শোক দিবস পালনে আলীগের প্রস্তুতি সভা-

ছাতকে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনে উপজেলা আলীগের এক প্রস্তুতি সভা শনিবার রাতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছেউপজেলা আলীগের আহবায়ক ছানাউর রহমান ছানার সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক সৈয়দ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, লীগ নেতা আজমান আলী, চান মিয়া চৌধুরী, আফজাল হোসেন, সামছুজ্জামান রাজা, ফয়জুল বারী, কেডিএস এনামুল হক, মাফিজ আলী, ছমরু মিয়া তালূকদার, আব্দুর রহিম, সুনু মিয়া মেম্বার প্রমুখসভায় ১৫আগষ্ট জাতিয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, নেতা-কর্মীদের মাঝে কালো ব্যাজ ধারন, সন্ধ্যায় মিলাদ ও দোয়া মাহফিল, রাতে আলোচনা সভা এবং সকল ইউনিয়নে শোকসভা করার সিদ্ধান্ত গৃহীত হয়এদিকে মঙ্গলবার ৮আগষ্ট দলীয় কার্যালয়ে আলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগও ছাত্রলীগের উদ্যোগে এক সভা আহবান করা হয়েছেএতে সকল নেতা-কর্মীকে উপস্থিত থাকার জন্যে আহবান করা হয়েছে। 

৪শতাধিক শিক্ষার্থীর টিফিন চালু করেছে স্কুল কমিটি

ছাতকে স্কুল কমিটি ও এলাকাবাসির উদ্যোগে সপ্তাহে একদিন ৪শ১৪জন ছাত্রছাত্রীর মধ্যে মিড ডে মিলতথা দুপুরের টিফিনের ব্যবস্থা করা হয়েছেউপজেলার ভাতগাঁও ইউপির বরাটুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলরোববার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল কুদ্দুস শাহিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সাদ উল্লাহ ও শিক্ষিকা ফারজানা বেগমের যৌথ পরিচালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. নাসির উল্লাহ খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান মাষ্টার আওলাদ হোসেন, দোলারবাজার ইউপি চেয়ারম্যান শায়েস্তা মিয়া, সুনামগঞ্জ পল্লীবিদ্যু সমিতি বোর্ডের সচিব পীর মোহাম্ম্মদ আলী মিলন, সুলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, বাদে ঝিগলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলবাহার বেগমউপস্থিত ছিলেন, শিক্ষানুরাগি ও সমাজসেবী ডাক্তার শাহ সৈয়দুর রহমান, হাজি মখলিছুর রহমান, হাজি তেরাব আলী, নূরুল আলম, কাপ্তান মিয়া, আব্দুল কুদ্দুছ, ইউপি সদস্য সাজুর মিয়া, সাবেক সদস্য আরশ আলী, খোয়াজ আলী, বাবুল মিয়া, মাসুক মিয়া, সিরাজুল ইসলাম, জুয়েল মিয়া, সুন্দর আলী, চুনু মিয়া, শিক্ষক আলী হোসেনসহ শিক্ষক-শিক্ষিকাসহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। 

সমতা স্কুলে প্রস্তুতি সভা-

ছাতকের সিংচাপইড় ইউপির সমতা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক আব্দুল হাফিজের বিদায় অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে১০আগষ্ট কলেজ মিলনায়তনে বিদায় অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে৪আগষ্ট দুপুরে এ উপলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমতা বিদ্যালয়ের শিক সালাহ উদ্দিনসভায় সমতা বিদ্যালয়ের সহ. প্রধান শিক নাসির উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেনসভায় সকল ছাত্রছাত্রীকে উপস্থিত থাকার জন্যে অনুরুধ করা হয়েছে। 

 

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn