সাংবাদিককে মারধরের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করেছে প্রশাসন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বহিস্কার করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫টায় ভিসি অফিসে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সূত্র মতে, গত শুক্রবার সন্ধায় ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ এর বিশ্ববিদ্যালয় রিপোর্টার শাহ আলমের ওপর হামলার ঘটনা ঘটে। ওই দিন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী মহসীন কবির মিঠু ও মাজিদুল হক রুবেল সাংবাদিক শাহ আলমকে মারধর করে। ঘটনার পর ইবি প্রেস ক্লাব লিখিত অভিযোগ দেয়। অভিযোগের প্রেক্ষিতে রবিবার এক জরুরী সভা শেষে মিঠু ও রুবেলকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার করা হয়। এর আগে ওই রাতেই শাখা ছাত্রলীগ থেকে মিঠুকে বহিস্কার করা হয়। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমানকে কমিটির আহ্বায়ক ও ইতিহাস বিভাগের সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ও পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেনকে সদস্য করা হয়েছে বলে রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn