সম্প্রতি চিত্রনায়ক ওমর সানীর ফেসবুক আইডি হ্যাকড হয়। বুধবার দিবাগত মধ্যরাতে অনেক চেষ্টার পর আইডি উদ্ধার করা সম্ভব হয়। এরপরই ওমর সানী একটি স্টেটাস দেন। যেখানে তিনি লিখেছেন তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। ওমর সানী পরে লাইভে এসে দীর্ঘক্ষণ এ বিষয়ে বক্তব্য দেন। ওমর সানী বলেন, ‘সত্যের জয় হলো। আমার অ্যাকাউন্ট যারা হ্যাক করেছে তারা আমাকে অনেক বড় একটা ষড়যন্ত্রে ফাঁসাতে চেয়েছিল। আমি এখন অ্যাকাউন্ট ফেরত পেয়েছি। কিন্তু ফেরত পাওয়ার পর দেখি ফ্রেন্ডলিস্টে কিছু ‘এরাবিক’ নামের আইডি যুক্ত করা হয়েছে যাদের প্রফাইল ছবিতে কিছু জঙ্গি সংগঠনের ছবি দেওয়া। ‘ ওমর সানী বলেন, ‘আমি জানি না আমাকে কিভাবে ফাঁসাতে চেয়েছিল, আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আছি এবং থাকব আজীবন। সত্যেরই জয় হবে আজীবন।
পরে লাইভে ওমর সানী পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি অত্যন্ত নাজুক অবস্থার মধ্য দিয়ে কাটাচ্ছিলাম। তিনি আইডি হ্যাকের সাথে সন্দেহকারীদের উদ্দেশে বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কাউকে হত্যা করার নির্দেশ দেয় না। তোমরা আমাকে যারা আমাকে ফাঁসানোর চেষ্টা করেছ, তোমরা জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছ, তোমাদের বলি মানুষের ক্ষতি করা যায় না। আল্লাহ আমার সহায় আছেন।
সংবাদ টি পড়া হয়েছে :
২৩৫ বার