তাহিরপুরে নৌকাডুবির ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার
তাহিরপুরে ধাওয়া বিলে নৌকাডুবির ঘটনায় শনিবার আরো ২ জনের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী ও নিখোঁজের স্বজনরা। বিশ্বম্ভরপুর উপজেলা শান্তিগঞ্জ গ্রামের ৬ বছরের শিশু তানহার মরদেহ ঘটনাস্থলের ৫শ’ গজ পশ্চিমে আনোয়ারপুর গ্রামের পিছন থেকে উদ্ধার করা হয়। অপর নিখোঁজ তাহিরপুর উপজেলার চিকসা গ্রামের হারুন মিয়ার (৫৭) মরদেহ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থলের ৪ কিলোমিটার পশ্চিমে শনির হাওরপাড়ের ঠাকুর হাটি গ্রামের সামনে থেকে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় একই ঠিকানার সোনাহর মিয়ার ৫ বছরের মেয়ে সাজনা বেগমের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। এ নিয়ে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বিশ্বম্ভরপুর উপজেলার শান্তিগঞ্জ গ্রামের সুনাই মিয়ার ৭ বছরের মেয়ে ঝুমা এখনো নিখোঁজ রয়েছে। তাহিরপুর থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, নৌকাডুবির ঘটনাস্থল থেকে ৫শ’ গজ পশ্চিমে আনোয়ারপুর গ্রামের পিছন থেকে শনিবার দুপুর ১২টায় তানহার মরদেহ উদ্ধার করেছে ্এলাকাবাসী এবং শনিবার বিকাল ৩টায় চিকসা গ্রামের হারুন মিয়ার মরদেহ শনির হাওরপাড়ের ঠাকুর হাটি গ্রামের সামনে থেকে উদ্ধার করেছে এলাকাবাসী ও স্বজনরা।
জানা যায়, বৃহস্পতিবার বেলা পৌনে ২টায় বিশ্বম্ভরপুর উপজেলা শান্তিপুর থেকে কনেপক্ষ বরপক্ষের বৌভাত অনুষ্ঠানে তাহিরপুর উপজেলার দক্ষিণকূল গ্রামে যাওয়ার জন্য রওয়ানা হন। ট্রলারে যাত্রী ছিল ৪০ জন। তাহিরপুর উপজেলার ধাওয়া বিলে যাওয়া মাত্রই দমকা হাওয়ার কবলে পড়ে প্রায় ৪০ জন যাত্রীসহ নৌকাটি ডুবে যায়। নৌকার অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও ৪ জন যাত্রী নিখোঁজ হয়।