আ.লীগই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে: এরশাদ
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, আমাদের জোট এখন অনেকের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক দল এখন আমাদের সঙ্গে জোটভুক্ত হতে চায়। তবে সরকার চায় না আমাদের জোটের পরিধি বাড়ুক। কারণ আমাদের জোট শক্তিশালী হলে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। তবে বাধা দিয়ে গণজোয়ার ঠেকানো যাবে না। তত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি বলেন, আমরা বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন চাই। তত্বাবধায়ক সরকার নির্বাচিত না হওয়ায় তাদের কোনো দায়বদ্ধতা থাকে না। তিনি আরো বলেন, দেশে খুন গুম হত্যা নারী নির্যাতন ধর্ষণ এখন নিত্যদিনের ঘটনা। ঘুষ দুনীর্তি চাঁদাবাজি অর্থপাচার আজ মহামারি আকার ধারন করেছে। আওয়ামী লীগের বদলে বিএনপি ক্ষমতায় আসলে দেশের পরিস্থিতি এর চেয়ে ভযাবহ হবে। তাই আগামী জাতীয় নির্বাচনে আমরা রাষ্ট্র ক্ষমতায় এসে এই দুই দলের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করবো। প্রতিহিংসার রাজনীতি আমরা বন্ধ করবো। খুন সন্ত্রাস দুর্নীতি বন্ধ করে দেশে সুশাসন প্রতিষ্ঠিত করবো।
বিএনএ জোটের চেয়ারম্যান সেকেন্দার আলী মনির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মেজর অব. খালেদা আখতার, বিএনএ জোটের মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গির হোসেন। এসময় জাপার কেন্দ্রীয় নেতা রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর শিকদার লোটন, ফখরুল আহসান শাহজাদা প্রমুখ উপস্থিত ছিলেন।