সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) বর্তমানে উপাচার্যবিহীন (ভিসি) অবস্থায় রয়েছে। গত ২৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের নবম ভিসি অধ্যাপক আমিনুল হক ভুঁইয়া নির্ধারিত চার বছর দায়িত্ব পালন করে বিদায় নেন। এরপর থেকেই আলোচনা চলছে, কে হচ্ছেন শাবির দশম ভিসি। বিভিন্ন সূত্রে জানা গেছে, শাবির নতুন ভিসি হিসেবে পাঁচজনকে নিয়ে আলোচনা রয়েছে। এঁরা হচ্ছেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আতাফুল হাই শিবলী, শাবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামছুল আলম এবং মহান মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষক ফোরামের আহবায়ক অধ্যাপক আখতার-উল-ইসলাম। এছাড়া বিদায়ী ভিসি আমিনুল হক ভুঁইয়াকে পুনরায় দায়িত্ব দেওয়া হতে পারে বলেও গুঞ্জন রয়েছে। এদিকে, উপাচার্য না থাকায় শাবির প্রশাসনিক কাজে সমস্যার সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। শিক্ষার্থীদের দাবি, দ্রুততার সাথে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হোক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn