সিলেট সিটি কর্পোরেশনের ৪৯৩ কোটি টাকার বাজেট ঘোষণা
সিলেট সিটি করপোরশেনরে ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য ৪৯৩ কোটি ১৫ লক্ষ ৪৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আয়-ব্যায় সমান ধরা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর দরগাগেইট এলাকার একটি অভিজাত হোটেলের হল রুমে সংবাদ সম্মেলন করে মেয়র আরিফুল হক চৌধুরী এই বাজেট ঘোষণা করেন। বাজেটে জানানো হয়, গত অর্থ বছরে সিসিকের রাজস্ব আয় হয়েছে ৪১ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৫৬ টাকা। নগরবাসী আবাসন করসহ অন্যান্য বকেয়া পাওনা পরিশোধ করলে চলতি অর্থবছরে সিটি করপোরেশনের নিজস্ব খাতে সর্বমোট ৮৩ কোটি ১৭ লাখ ৭৮ হাজার টাকা আয় হবে বলেও বাজেট বক্তৃতায় আশা প্রকাশ করেন মেয়র। বাজেটে উল্লেখিত আয়ের খাত হলো, আবাসন কর থেকে ৪৭ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্থান্তরের উপর কর থেকে ৮ কোটি টাকা, ইমারত নির্মাণ ও পুনঃ নির্মাণের উপর কর থেকে ২ কোটি টাকা, পেশা ও ব্যবসার উপর কর আট কোটি ৫০ পঞ্চাশ লাখ টাকা, বিজ্ঞাপনের উপর কর থেকে এক কোট ৫ লাখ টাকা, বর্জ্য ব্যবস্থাপনা খাত থেকে আয় এক কোটি টাকা, পানির সংযোগ লাইনের মাসিক চার্জ বাবদ দুই কোটি ৮০ আশি লাখ টাকা, নলকুপ স্থাপনের অনুমোদন ও নবায়ন ফি থেকে এক কোটি ৫০ লাখ টাকা প্রভৃতি।
এছাড়া বাজেটে উল্লেখিত উল্লেখযোগ্য আয়ের খাতগুলো হলো- সরকারী উন্নয়ন কর্মসূচী (এডিবি) থেকে ২০ কোটি টাকা, সরকারী বিশেষ মঞ্জুরি খাতে ১০ কোটি টাকা, মহানগরীর অবকাঠামো নির্মান শীর্ষক প্রকল্পে ১০০ কোটি টাকা, নগরীর ১১ টি ছড়া সংরক্ষণ ও আরসিসি রিটেইনিং ওয়াল নির্মান প্রকল্পে ৮০ কোটি টাকা, ভারতীয় অনুদানে সিটি কর্পোরেশন এলাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ২১ কোটি ৮৫ লাখ টাকা, সিটি কর্পোরেশনের জন্য সরকারী রাজস্ব বাজেটের আওতায় অত্যাবশকীয় যন্ত্রপাতি সরবরাহ প্রকল্পে ২৯ কোটি টাকা, সিটি কর্পোরশেনর জন্য বেলরুশ থেকে আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জামাদি সরবরাহ খাতে ১০ কোটি টাকা, দক্ষিণ সুরমায় জমি অধিগ্রহণ ও ট্রাক টার্মিনাল নির্মান প্রকল্পে ৬ কোটি টাকা, দক্ষিণ সুরমা পার্কে রাইড স্থাপন প্রকল্পে ৩ কোটি টাকা প্রভৃতি।
বাজেটে রাজস্ব খাতে সর্বমোট ৪৮ কোটি ৮৯ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। এর মধ্যে সাধারণ সংস্থাপন খাতে ২২ কোটি ৯১ লাখ টাকা, স্বাস্থ্য ও প্রয়ঃপ্রণালী ব্যয় বাবদ আট কোটি ৯০ লাখ, শিক্ষা ব্যয় খাতে এক কোটি ৩৩ লাখ, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান খাতে দুই কোটি ৫৩ লাখ টাকা ধরা হয়েছে। এছাড়া পানি সরবরাহ শাখার সংস্থাপন ব্যয়সহ পানির লাইনের সংযোগ ব্যয়, পাম্প হাউজ, মেশিন, পাইপ লাইন মেরামত ও সংস্কার সহ সর্বমোট নয় কোটি ৪৪ লাখ ৭৮ হাজার টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে রাজস্ব খাতে অবকাঠামো উন্নয়ন ব্যয় বাবদ মোট ৩৪ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্ধ রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, নারী কাউন্সিলর ছাড়াও প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।