দক্ষিণ সুনামগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবিরের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) জিনাত রহমান, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাসেম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, সহ-সভাপতি তহুর আলী, উপজেলা সমবায় অফিসার মো. মাসুদ আহমেদ, পরিবার পরিকল্পনা অফিসার চৌধুরী রাজিব মোস্তফা, প্রাণি সম্পদক কর্মকরতা ডা. মানছুরুল হক, মৎস্য অফিসার সমীরন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী লায়েছ চৌধুরী, আক্রম আলী দাখিল মাদরাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা তেরাব আলী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সবকটি গ্রাম বন্যাকবলিত। তাই ঐসব এলাকায় ডাকাতদের উপদ্রবের সম্ভাবনা রয়েছে। পুলিশি টহল বাড়ানোর দাবি জানান। পাশাপাশি বন্যাকবলিত এলাকায় নলক‚পের মাধ্যমে যাতে নিরাপদ পানি সুবিধা পাওয়া যায় সেই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের প্রতি জোরদাবি জানানো হয়।