একটি প্রস্তাব…
প্রতিদিন টিভি চ্যানেলগুলোতে অসংখ্য টকশো অনুষ্ঠিত হয়। প্রতিদিন টকশো হয় এই রকম টিভি চ্যানেল আছে ২০টির মতো। গড়ে যদি প্রতিদিন দুইটি করে টকশো হয়, তাহলে দৈনিক ৪০টি টকশো। একটি টকশোতে যদি গড়ে তিনজন করে আলোচক থাকেন তাহলে ১২০ জন আলোচক হয়। আলোচনার জন্য একজনকে যদি গড়ে দুই হাজার টাকা করে সম্মানী দেয়া হয় তাহলে হবে দুই লাখ ৪০ হাজার টাকা। আগামী এক মাসে হবে এক কোটি টাকার কাছাকাছি। এখন যারা নিয়মিত টকশোতে অংশ নিচ্ছেন, সেখানে নিয়মিত আলোচনার বিষয় যাচ্ছে- ‘ভয়াবহ বন্যার প্রকোপ’। প্রতিদিন বানবাসী মানুষের দুঃখ কষ্ট নিয়ে আলোচনা হচ্ছে। সমস্যা প্রতিকার নিয়ে আলোচনা হচ্ছে। আমরা যারা আলোচনায় অংশ নেই তারাই যদি প্রতিকার বাতলে দেয়ার পাশাপাশি টকশোতে নিজে যেই সম্মানী’টা পাচ্ছি সেটা যদি আগামী একমাস দান করেই সহায়তার হাতটা বাড়িয়ে দেয় তাহলে বানবাসী মানুষগুলো উপকৃত হয়। আসুন আজ থেকেই শুরু করি। সম্মানিটা টিভি চ্যানেলের অফিসেই রেখে আসুন। টিভি চ্যানেলগুলো তাদের সংগঠন দিয়ে বন্যার্তদের কাছে পাঠিয়ে দিতে পারেন। রাত ১২টায় আমার নিজের একটি টকশো আছে ‘নিউজ ২৪’-এ। আমার সম্মানিটা আমি রেখে আসবো। আমার বিশ্বাস টকশো থেকে প্রাপ্ত সম্মানী দিয়ে কেউ জীবিকা নির্বাহ করেন না।
(লেখকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)