বিয়ানীবাজারে দুইবোন ধর্ষণ মামলায় পাঁচজনের যাবজ্জীবন
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় দুই বোন ধর্ষণ মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। রবিবার দুপুরে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। রায়ে একজনকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। পাবলিক প্রসিকিউটর (এপিপি) ফখরুল ইসলাম জানান, রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন কানাইঘাট উপজেলার বড়দেশ গ্রামের মৃত মকবুল আলী মকুল এর ছেলে সৈয়দুর রহমান সাইফুল (৩৮) ও মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কটিয়া গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে সেলিম আহমদ (২৮), বিয়ানীবাজার উপজেলার জালালপুর গ্রামের মৃত মখদ্দছ আলীর ছেলে জয়নুল ইসলাম (৪০) ও তার বড় ভাই নজরুল ইসলাম (৪৫) ও কালাম আহমদ।। এছাড়া মামলার অপর আসামী খায়রুল ইসলামকে বেখসুর খালাস প্রদান করেন আদালত। আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪ মে রাতে বিয়ানাবাজারের চারখাই ইউপির একটি গ্রামের বাড়ির সিঁধ কেটে ঘরে প্রবেশ দুই বোনকে ধর্ষন করে এই ছয়জন। দুই বোন ওই বছর এসএসসি পরীক্ষা দিয়ে উর্ত্তীণ হয়েছিলেন। এ ঘটনায় পরে ধর্ষণের অভিযোগে মামলা করেন আক্রান্ত ছাত্রীদের পিতা।