প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে ৭৬ কেজি বোমা পুঁতে রাখার মামলায় ১০ আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। বিস্ফোরক মামলায় নয়জনের ২০ বছর করে কারাদণ্ড এবং চারজনকে খালাস দেওয়া হয়েছে।(আজ ) রোবববার ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন।এর আগে গত ১০ আগস্ট মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক এই দিন ধার্য করেন।মামলার নথি থেকে জানা যায়, ২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ করার কথা ছিল। এর আগে ২০ জুলাই ওই কলেজের পাশ থেকে ৭৬ কেজি ওজনের শক্তিশালী বোমা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গোপালগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়। পরবর্তী সময়ে ২০০১ সালের ৮ এপ্রিল অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার মুন্সী আতিকুর রহমান আসামি মুফতি আবদুল হান্নানসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার অন্য আসামিরা হলেন—মো. এহিবুল্লাহ, মুন্সি ইব্রাহিম, মো. মাহমুদ আজহার, মো. রাশেদ ড্রাইভার, মো. শাহ নেওয়াজ, মো. ইউসুফ, মো. লোকমান, শেখ মো. এনামুল ও মো. মিজানুর রহমান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn