মানুষের কল্যাণ ছাড়া রাজনীতি হতে পারেনা: কুলাউড়ায় ইকবাল সোবহান
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য বিষয় উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক মো: ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, নীতি এবং আদর্শ ছাড়া কোন রাজনীতি হতে পারেনা। মানুষের কল্যাণ ছাড়া কোন রাজনীতি হতে পারেনা। সাবেক এমপি মরহুম আব্দুল জব্বার বঙ্গবন্ধুকে ভালোবেসে রাজনীতির মূল নীতি ও আদর্শকে লালন করে তৃনমূলে রাজনীতি করেছেন। একমাত্র সাদা মনের মানুষ এমন হিসেবে কুলাউড়ার প্রত্যন্ত অঞ্চলে খ্যাত আব্দুল জব্বার আজ। তথ্য উপদেষ্টা আরও বলেন – জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর আত্মজীবনীর পাতায় পাতায় জাতির কল্যাণের কথা বলেছেন। বঙ্গবন্ধু যে রাজনীতি করেছিলেন, সেই রাজনীতি লালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে অর্জনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঠিক তখনই মরহুম আব্দুল জব্বারের মতো একজন জননেতার বড়ই প্রয়োজন ছিল। তিনি তাঁর এলাকা তথা কুলাউড়ায় মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন। নীতি এবং আদর্শকে মেনে নিয়ে তিনি আজীবন কাজ করেছেন। দুর্নীতির ছায়া তাঁকে লোভের দিকে নিয়ে যেতে পারেনি।
মঙ্গলবার কুলাউড়ার সাবেক এমপি মরহুম আব্দুল জব্বারের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মরহুম আব্দুল জব্বার স্মৃতি সংসদ’ কর্তৃক আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। তিনি বলেন- নীতি এবং আদর্শ ছাড়া কোন রাজনীতি হতে পারেনা। মানুষের কল্যাণ ছাড়া কোন রাজনীতি হতে পারেনা। আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাবার আদর্শকে লালন করে রাজনীতি করছেন। দেশকে দুর্ণীতিমুক্ত করতে কাজ করে যাচ্ছেন। দুর্ণীতির বিরুদ্ধে আমাদের সবাইকে অবস্থান নিতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তা রুখে দাঁড়ানোর ক্ষমতা কারো নেই। শেখ হাসিনার নেতৃত্বে আগামীদিনের দেশ হবে সোনার বাংলা তথা একটি মধ্যম আয়ের দেশ।
স্মৃতি সংসদের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আব্দুল মতিন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লুৎফুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, সিলেট মহানগর আওয়ামলিীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌরা দে, কর্মধা ইউপি চেয়ারম্যান এমএ রহমান আতিক, উপজেলা যুবলীগের সভাপতি বদরুল ইসলাম বদর, পৌর যুবলীগের আহবায়ক শাহিন আহমদ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ। অনুষ্ঠার পরিচালনা করেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জনি।