হবিগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ৮ জনের ফাঁসি, ১১ জনের যাবজ্জীবন
হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতা রেদোয়ান মহসিন টিপু হত্যা মামলায় আটজনকে ফাঁসি ও এগারজনকে যাবজ্জীবন এবং চারজনকে মামলা থেকে খালাস দিয়েছেন দিয়েছেন আদালত।বুধবার বিকেল ৩ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভিন এ রায় দেন।আসামীরা হলেন- সুধাংসু সেন, সুভাষ সেন, এরশাদ আলী, আব্দুল মালেক, মোশাররফ, আবুল কালাম, আতাউর রহমান, আবুল কাসেম। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- হরমুজ আলী, মোশতাক, জানু মিয়া, সানু মিয়া, জাবেদ আলী, আ. জহির, বকুল মিয়া, আমির হোসেন, দুলাল মিয়া, কালাম মিয়া ও ছায়েদ আলী। খালাস প্রাপ্তরা হলেন- নুরুল গনি, হিমাংশু (মৃত), আ. মজিদ ও আবু মিয়া। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফুর রহমান জানান, ২০১১ সালের ৭ জানুয়ারী জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জেলার মাধবপুর উপজেলার গাংগাইল গ্রামের বসত ঘরে রেদোয়ান মহসিন টিপুকে কুপিয়ে হত্যা করা হয়। এঘটনায় নিহতের স্ত্রী হাসিনা আক্তার বেবি বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।