জগন্নাথপুরের সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পূর্ব বুধরাইল নোয়াগাঁও গ্রামে দুপক্ষের মধ্যে বসংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা প্রদান করানো হয়েছে। স্থানীয় পূর্ব বুধরাইল নোয়াগাঁও জামে মসজিদের গেইট-কে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংঘর্ষ বাঁধে বলে জানা গেছে। খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে বিপুল সংখক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য উভয় পক্ষের দুজনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্বের শত্রুতার জের ধরে বুধরাইল গ্রামের হারুন মিয়া ও সবরু মিয়ার লোকজনদের মধ্যে কথাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে পরলে উভয় পক্ষ বন্দুক যুদ্ধে জড়িয়ে পরেন। এতে কয়েক রাউন্ড গুলি বিনিময় করেছে উভয় পক্ষ। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৭ জনআহত হয়েছেন। আহতদের মধ্যে থেকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন- পূর্ব বুধরাইল নোয়াগাঁও গ্রামের মৃত মদরিছ খাঁনের ছেলে ক্বারী সিরাজুল ইসলাম খাঁন(৬৫), একই এলাকার মৃত আব্দুল হাসিম খাঁন’র দুই ছেলে তোফাজ্জুল খাঁন (৩০) ও মজমিল খাঁন (৩৮)। তাঁরা ছাড়াও বাকিদের সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে।  জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য দু জনকে আটক করি। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় মামলা দায়ের’র প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn