পুলিশের পক্ষ থেকে সুনামগঞ্জ পুলিশ সুপারের ত্রাণ বিতরণ
সাজ্জাদ হোসেন শাহ্-
এ সমাজে আপনারা যারা বিত্তবান তাঁরা সকলেই যে যার সাধ্য অনুযায়ী সমাজের হতদরিদ্র্য ও অসহায়দের পাশে এসে দাঁড়ান। আল্লাহ্ আপনাদের সম্পদশালী করেছেন। আপনাদের দেয়া সাহায্যে সমাজের অনেক হতদরিদ্র্য জনগোষ্ঠি কিছুটা হলেও উপকৃত হবে। আমি আমার জেলা পুলিশের পক্ষ থেকে আমার সাধ্য অনুযায়ী গত ঈদুল ফিতরে হতদরিদ্র্যদের সাহায্য সহযোগীতা করেছি। সোমবার দুপুরে তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের গাঘটিয়া তালুকদার বাড়ীর উদ্যোগে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্র্য শিশু-কিশোর ও দুঃস্থ নারী-পুরুষের মধ্যে বস্ত্রবিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান। গাঘটিয়া তালুকদার বাড়ীর মরহুম হাজী ছাদেক আলী তালুকদারের পুত্র, তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন তালুকদারের সভাপতিত্বে ও বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস শহিদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত বস্ত্রবিতরণ অনুষ্ঠানে ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হোসেন খাঁন, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, বাদাঘাট সরকারি কলেজের অধ্যক্ষ জুনাব আলী, বাদাঘাট ইউপি চেয়ারম্যান জেলা যুবলীগ নেতা আফতাব উদ্দিন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী আবু বকর ছিদ্দিক, আওয়ামী লীগ নেতা সুজাত মিয়া, নুরুল হক মাষ্টার, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) মো. হাবিবুল্লাহ্, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) কানন কুমার দেবনাথ, গাঘটিয়া তালুকদার বাড়ীর মরহুম হাজী ছাদেক আলী তালুকদারের ছেলে মোকাররম হোসেন তালুকদার, মুজিবুর রহমান তালুকদার, মোশাহিদ তালুকদার, মোবারক হোসেন তালুকদার (আকাশ), নাতী মোনায়েম হোসেন তালুকদার (রাজু), নোমান হোসেন তালুকদার (সাজু), তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, এসআই মো. আমির উদ্দিন, বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই তপন কুমার দাস, এএসআই পিযোষ দাস, এএসআই আব্দুল হাই, এএসআই (এবি) মো. বিল্লাল হোসেন প্রমুখ।