শেখ হাসিনা রংবাজদের প্রছন্দ করেন না : এমএ মান্নান
বার্তা ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ন অবদান রাখছেন। এছাড়া সরকারের পাশাপাশি দরিদ্র জনগোষ্টির কল্যানে কাজ করে যাচ্ছেন। তাদের অবদান দেশের জনগন স্মরন রাখবে। তিনি বুধবার জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে এর উদ্যোগে প্রায় ২৫লক্ষাধিক টাকা ব্যায়ে উপজেলার দরিদ্রদের মধ্যে ৮১টি রিক্সা, ১শ বান্ডেল ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরন উপলক্ষে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন। প্রতিমন্ত্রী দেশের সড়ক, স্কুল, কলেজ, সেতুসহ সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই উল্লেখ করে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এখন উন্নয়নের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অনেক রংবাজ আছে আজ এই দলে কাল সেই দলে তার পর বলে নৌকা। মাল পেলে দল বদলায় আবার মাল ফুরালে ফিরে আসে এদের থেকে সাবধান থাকতে হবে। শেখ হাসিনা রংবাজদের প্রছন্দ করেন না।
সকাল ১০টায় উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে রিক্সা বিতরনি অনুষ্ঠনে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের সভাপতি মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শফিউল আলম বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী এহিয়া, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের উপদেষ্টা এম এ আহাদ, উপদেষ্টা মোবারক আলী, কালচারাল সম্পাদক সুহেল আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল মুমিন, আমিনুর রহমান কোরেশী, রিপন কোরেশী প্রমূখ।
বিকেল ৩টায় জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের সদস্য এনামুল ইসলাম এনামের অর্থায়নে উপজেলার পাটলী ইউনিয়নের অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এম এ মান্নান। পাটলী ইউনিয়নের চাঁনপুর তালুকদার বাড়িতে আয়োজিত অনুষ্টানে উন্নয়ন সংস্থা ইউকের সভাপতি মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শফিউল আলম বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উন্নয়ন সংস্থার উপদেষ্টা মোবারক আলী, পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম। দুপুর ২টায় পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ আব্দুল কাদির মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৫৬লাখ টাকা ব্যায়ে নব-নির্মিত একাডেমিক ভবনের ফলক উম্মোচন করেন প্রতিমন্ত্রী এম এ মান্নান।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য সুহেল কাদির চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ হারুনুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার, সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জুবায়ের আহমদ মজুমদারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম শামীম।