সিলেটে কিনতে নয়, পশুর দাম যাচাইয়ে ব্যস্ত ক্রেতারা
তবে এখন পর্যন্ত পশুর হাটগুলো ক্রেতাদের ভীড় জমে না ওঠায় হতাশার ছাপ পড়েছে বেপারিদের চেহারায়। নাটোর থেকে আসা গরু ব্যাপারি আতাউর জানান, গত দু’দিন হল অনেক গরু নিয়ে এসেছি কিন্তু তেমন গরু বিক্রয় হচ্ছে না। ক্রেতারা গরুর দামদর করে চলে যাচ্ছেন। খাদিমপাড়া থেকে আসা জলিল উদ্দিন নামের এক ক্রেতার সাথে কথা হলে তিনি জানান, গত বছর থেকে এবারের ঈদে গরুর অনেক দাম অনেক বেশি বিক্রেতারা দাম ছাড়ছেন না। শহরের বিভিন্ন হাট যাচাই-বাছাই করেই গরু কিনব। আরেকজন ক্রেতা জানান, সিলেট নগরীর উপশহরের বাসিন্দা তিনি। তার বাসায় ব্যবস্থা না থাকায় ঈদের আগের রাতেই তিনি কোরবানির গরু কিনবেন। তবে পশুর দামদর যাচাই-বাছাই করতে বিভিন্ন হাটে ঘুরছি। পবিত্র ঈদ-উল-আযহার আর দিন দুয়েক বাকি। এরই মধ্যে সিলেট নগরী এবং আশেপাশে অস্থায়ীভাবে বসেছে বেশ কয়েকটি পশুর হাট। শেষ মূহুর্তে এসব হাট ক্রেতাদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠবে বলে ধারণা বিক্রেতাদের।