আনোয়ার হোসেন :: সিলেটে কোরবানি ঈদ কে ঘিরে জমে এখনো ওঠেনি পশুর হাট। ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন হাটে কোরবানির পশু আনা হলেও বিক্রির জন্য ক্রেতা খুঁজতে হচ্ছে বিক্রেতাদের। বিভিন্ন হাটে যারা আসছেন তারা গরু-ছাগল যাচাই বাছাই করে ফিরে যাচ্ছেন। তবে এরইমাঝে হাতেগোনা কয়েকটি পশু বিক্রি হতে দেখা গেছে। সরেজমিনে সিলেট নগরীর কাজিরবাজার, শাহী ঈদগাহ মাঠ, টিলাগড় পয়েন্ট সংলগ্ন, লাক্কাতোড়াসহ বিভিন্ন অস্থায়ী কোরবানীর পশুর হাটে এসব চিত্র দেখা যায়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক বোঝাই করে গরু ছাগল সিলেটের বিভিন্ন হাটে রাখা হচ্ছে।

তবে এখন পর্যন্ত পশুর হাটগুলো ক্রেতাদের ভীড় জমে না ওঠায় হতাশার ছাপ পড়েছে বেপারিদের চেহারায়। নাটোর থেকে আসা গরু ব্যাপারি আতাউর জানান, গত দু’দিন হল অনেক গরু নিয়ে এসেছি কিন্তু তেমন গরু বিক্রয় হচ্ছে না। ক্রেতারা গরুর দামদর করে চলে যাচ্ছেন। খাদিমপাড়া থেকে আসা জলিল উদ্দিন নামের এক ক্রেতার সাথে কথা হলে তিনি জানান, গত বছর থেকে এবারের ঈদে গরুর অনেক দাম অনেক বেশি বিক্রেতারা দাম ছাড়ছেন না। শহরের বিভিন্ন হাট যাচাই-বাছাই করেই গরু কিনব। আরেকজন ক্রেতা জানান, সিলেট নগরীর উপশহরের বাসিন্দা তিনি। তার বাসায় ব্যবস্থা না থাকায় ঈদের আগের রাতেই তিনি কোরবানির গরু কিনবেন। তবে পশুর দামদর যাচাই-বাছাই করতে বিভিন্ন হাটে ঘুরছি। পবিত্র ঈদ-উল-আযহার আর দিন দুয়েক বাকি। এরই মধ্যে সিলেট নগরী এবং আশেপাশে অস্থায়ীভাবে বসেছে বেশ কয়েকটি পশুর হাট। শেষ মূহুর্তে এসব হাট ক্রেতাদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠবে বলে ধারণা বিক্রেতাদের।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn