ধর্মপাশায় বজ্রপাতে একজনের মৃত্যু, আহত ২
পরে মোহনগঞ্জ উপজেলা হাসপাতালের জরুরী বিভাগে ফোন করে জানা যায় কর্তব্যরত চিকিৎসকগণ মিজানকে মৃত বলে ঘোষণা দেন আর বাকি দুজনকে চিকিৎসা দেওয়ার পর জ্ঞান ফিরলে বাড়িতে পাঠানো হয়।অন্যদিকে ঘটনাটি ধর্নপাশা থানা ওসির কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি সত্য বলে স্বীকার করেন।অপর দিকে সেলবরষ (ইউপি) চেয়ারম্যান মো. নুর হোসেন ঘটনাটি সত্য বলে যানান। তিনি আরও বলেন ঘটনাটি ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খন্দকারকে জানান এবং মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক সাহায্য দেয়ার জন্য আবেদন করেন।পরে নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার জেলা ডিসি স্যার কে ঘটনাটি অবগত করেন।পরে জেলা ডিসি স্যার মৃত ব্যাক্তির জন্য-২০ হাজার এবং তার দুই ভাইয়ের চিকিৎসার জন্য (৫+৫)-১০ হাজার টাকা মৃত ব্যাক্তির পরিবারকে দেওয়ার জন্য অনুমতি দেন। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন যথা সময়েই মৃত ব্যাক্তির পরিবারকে টাকা দিয়ে দেওয়া হবে।