বার্তা ডেস্কঃ তাহিরপুরে কলেজ ছাত্রলীগ সভাপতি ওয়াহিদুজ্জামান শিপলু হত্যা মামলায় তাহিরপুর থানার তৎকালীন ওসি শরীফ উদ্দিন ও এসআই রফিকুল ইসলামকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত।এই হত্যা মামলা থেকে খালাস পেয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুনাব আলী, ছাত্রদল সভাপতি মেয়েদি হাসান উজ্জল, তৎকালীন এসআই রফিক, ছাত্রদল নেতা শাহিন, শাহজাহানসহ ৬ জন।  বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় এ রায় ঘোষণা করেন সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়েরা জজ প্রণয় কুমার দাস।

উল্লেখ্য, ২০০২ সালের ২০ মার্চ  রাতে তাহিরপুর উপজেলা ভাটি তাহিরপুর গ্রামের নিজ বাড়িতে  তাহিরপুর জয়নাল আবেদীন মহাবিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি ওয়াহিদুজ্জামান শিপলুকে গুলি করে হত্যা করা হয়।  পরে শিপলুর মা আমিরুনেচ্ছা বাদী হয়ে আদালতে ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৫ বছর পর বিচারবিভাগীয় তদন্ত শেষে আদালত এ রায় ঘোষনা করেন।বাদি পক্ষে মামলা পরিচালনা করে সিনিয়র  আইনজীবী আফতাব উদ্দিন, পিপি ড. খায়রুল কবীর রুমেন। পিপি ড. খায়রুল কবীর রুমেন জানান, আদালতে তারা ন্যায় বিচার পাননি। মূল আসামীরা খালাস পেয়ে গেছে। তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। তবে আসামী পক্ষের আইনজীবী ও সুনামগঞ্জ জেলা বারের সাধারন সম্পাদক আব্দুল হক বলেন, আদালতে আমরা ন্যায় বিচার পেয়েছি। আদালতের রায়ে সন্তুষ্ট। এ মামলায় উদ্দেশ্য মূলকভাবে বিএনপি নেতাকর্মীদের আসামী করে বছরের পর বছর হয়রানি করা হয়েছে।এদিকে রায়কে কেন্দ্র করে জেলা পুলিশ আদালত পাড়ায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn