বিএনপির আন্দোলন করার মতো সাহস ও সক্ষমতা নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের ডাক দিয়ে বিএনপি হিন্দি সিরিয়াল দেখে।সোমবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় সড়ক পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সহায়ক সরকার বিএনপির মামার বাড়ির আবদার। সহায়ক সরকার ছাড়াই বিএনপি নির্বাচনে আসবে।মন্ত্রী আরও বলেন, বিএনপির আন্দোলন করার মতো সাহস ও সক্ষমতা নেই। জনগণ তাদের সঙ্গে নেই। দুই/চার কিংবা পাঁচশ’ লোক নিয়ে তারা ঢাকা শহরে মিছিল করতে পারছে না। আন্দোলনের ডাক দিয়ে বিএনপি হিন্দি সিরিয়াল দেখে।লক্ষ্মীপুর সড়ক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আগামী দেড় মাসের মধ্যেই ৭৪ কোটি টাকা ব্যয়ে লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক সড়কটি সংস্কার করা হবে। এরপর ২০ কোটি টাকা ব্যয়ে রায়পুর লক্ষ্মীপুর সড়কটি সংস্কার করা হবে।

বিগত দিন লক্ষ্মীপুর উন্নয়ন বঞ্চিত ছিল জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, বর্তমানে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার উন্নয়নে তার আন্তরিকতার ঘাটতি নেই। লক্ষ্মীপুরের উন্নয়নের ব্যাপারে তিনি ব্যক্তিগত ভাবে সচেষ্ট থাকবেন।  এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn