লন্ডনস্থ মায়ানমার হাই কমিশনের সামনে এক বিশাল বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ৭ সেপ্টেম্বর দুপুর ১২টায় । বার্মায় খারাইনদের নির্বাচারে গণহত্যা, ধর্ষন ও নির্যাতন বন্ধের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ভয়েস ফর বাংলাদেশ ছাড়াও আরো বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে। রাখাইনে মানবতার চরম বিপর্যয়ের প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়। যুক্তরাজ্যস্থ বাংলাদেশী বিভিন্ন সামাজাকি ও মানবাধিকার সংগঠনের নেতৃর্বৃন্দ এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তারা বলেন অং সাং সুকি শান্তির জন্য নোবেল পেয়েছিলেন কিন্তু আর তারই নের্তৃত্বে এইসব গণহত্যা ও রোহিঙ্গা নিধন চলছে। তাই কাল বিলম্ব না করে সুকির নোবেল জব্দ করার জন্য আহবান জানান বক্তাগণ। ভয়েস ফর বাংলাদেশের ফাউন্ডার আতাউল্লাহ ফারুক বলেন আরাকানে গণগত্যার মাধ্যমে পুরো একটি জাতিগোষ্ঠিকে নিশ্চিহ্ন করার পায়তারা করছে বার্মার বর্তমান সরকার ও সেনাবাহিনী। মানবিকতার তাগিদে আমাদেরকে বিশ্বজুড়ে কঠিন আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি জাতিসংঘ, ইউরোপিয়ান কমিশন, এমনেষ্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াস সহ সকল আন্তর্জাতিক সংগঠনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। ভয়েস ফর বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফারুক, আহবায়ক ফয়সাল জামিল, আবদুর রহিম, কামরান মিতা, নূর হোসেন, মনোয়ার মোহাম্মদ, পারভেজ আহমেদ উপস্থিত ছিলেন আলাউদ্দিন রাসেল আনোয়ার হোসেন শাওন, নূর বক্স, মোহাম্মদ মনির, আবুল হোসেন নিজাম, লুৎফুর রহমান, মাহমুদুল হাসান, আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়াও ভয়েস ফর জাস্টিস, ভয়েস ফর চেঞ্জ, ইউনির্ভাসেল ভয়েস ফর জাস্টিস সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn