প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন বলে দেশের প্রত্যন্ত এলাকার উন্নয়ন হয়েছে এবং আমি প্রধান বিচারপতি হতে পেরেছি। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে পৃথিবীর আইনকানুন পরিবর্তন হচ্ছে। তাই বাংলাদেশের আইন আধুনিক ও যুগোপযোগী করতে হবে।উদাহরণ হিসেবে তিনি বলেন, সাইবার ক্রাইম করে বাংলাদেশ ব্যাংক এর রিজার্ভ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আমি প্রধান বিচারপতি আমারও সাইবার ক্রাইম বিষয়ে শিক্ষা নেই। আমাদের আইনজীবী ও বিচারকদের সাইবার ক্রাইম ল’ বিষয়ে লেখাপড়া নেই। তাই এসব বিষয় চিন্তা করে বাংলাদেশের আইন আধুনিক ও যুগোপযোগী করতে সরকারের প্রতি অনুরোধ জানান প্রধান বিচারপতি।

বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির ১নং বার ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট রনজিত কুমার ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা ও দায়রা জজ শেখ আবু তাহের, , চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট এ জি এম আল মাসুদ। এ সময় জেলা আইনজীবি সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে প্রধান বিচারপতি আরো বলেন, আমাদের আরোও লেখাপড়া করতে হবে। প্রতি বছর উচ্চ শিক্ষার জন্য দেশ থেকে কয়েক হাজার মেধাবী ছেলে মেয়ে বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা নিচ্ছে। পরবর্তীতে সেখানে তারা মেধার স্বাক্ষর বহন করে চাকুরি ও নাগরিকত্ব গ্রহণ করে আর দেশে ফিরছে না। এ মেধা পাচার নিয়ে এখনি আমাদের ভাবতে হবে ও এটা বন্ধ করতে হবে। এজন্য সরকারের পাশাপাশি উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn