ওয়েছ খছরু-

পিতা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেটে এলে বেশির ভাগ সময় সঙ্গী থাকেন সাহেদ মুহিত। পিতার সঙ্গে সঙ্গে ছায়ার মতো ঘুরে বেড়ান সিলেটে। কোনো কিছুতেই তিনি হস্তক্ষেপ করেন না। কোনো অনুষ্ঠানে উপস্থিত হলেও নীরব থাকেন সব সময়। পিতার দীর্ঘ ৯ বছরের শাসনে তিনি কোথাও কোনো প্রভাব বিস্তারের চেষ্টা চালাননি। বিতর্কিত কর্মকাণ্ড থেকে দূরে থেকেছেন। এই সাহেদ মুহিত এবার চ্যালেঞ্জ নিয়ে নামছেন সিলেটে। রাজনীতির মাঠে নয়, খেলার মাঠে পিতার হয়ে তিনি চমক দেখাতে চান সিলেটবাসীকে। মন কাড়তে চান ভিন্ন প্লাটফরমে। ইতিমধ্যে তিনি ঈদে সিলেটবাসীকে অনেকটা জানান দিয়েছেন। গোটা নগরীতে তিনি বিপিএল’র টিম ‘সিলেট সিক্সার্স’-এর হয়ে আলোকসজ্জা করেছেন। এখন টিমের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে যাচ্ছে সিলেট থেকেই। সাহেদ মুহিতের পিতা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও কম কীসের। সিলেটের রাজনৈতিক মাঠে এই মূহূর্তের দলনেতা হলেও খেলাধুলায় তার আগ্রহের জুড়ি নেই। যখনই সুযোগ পেয়েছেন সিলেটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার প্রয়াস চালিয়েছেন। নিজের নামে সিলেটে করেছেন ক্রীড়া কমপ্লেক্সও। এখন সেটি ‘আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স’। সিলেটে খেলাধুলায় যখনই দাওয়াত পেয়েছেন ছুটে গেছেন। দিয়েছেন অনুপ্রেরণা। কিন্তু কোথায় যেনো কমতি ছিল। খেলাধুলায় সিলেট যেন থমকে দাঁড়িয়েছে। এই অবস্থায় ছেলে সাহেদ মুহিতকে নিয়ে রাজনীতির মাঠে নয়, খেলার মাঠে বাজিতে নেমেছেন তিনি। খেলার মাঠে ছেলের ছায়াসঙ্গী হয়ে চমক দেখাতে চান সিলেটবাসীকে। এরই মধ্যে সিলেট সিক্সার্স নিয়ে মাতামাতি শুরু হয়েছে সিলেটে। আগ্রহের পারদে যোগ হচ্ছে আবেগ। ‘টিম সিলেট’ যেন সবকিছু ছাপিয়ে রাজনীতি, দলাদলি, মতাদর্শ ভুলে সিলেটবাসীকে নিয়ে আসবে একই প্ল্যাটফরমে। এমন আভাস পাওয়া যাচ্ছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের জনপদ সিলেটে। দেশের ক্রিকেটের উত্তেজনার সবচেয়ে বড় আসর বিপিএল’র ৩টি আসরে সিলেট বিপিএল-এ অংশ নিয়েছে। কিন্তু দলের মালিকানা সিলেটি কেউ ছিল না। এ কারণে বিভাগীয় শহর সিলেটেও এ নিয়ে ছিল না কোনো উত্তাপ-উত্তেজনা। এ নিয়ে সিলেটবাসীরও আক্ষেপের অন্ত ছিল না। বিষয়টি সিলেটের বিভিন্ন কর্নার থেকে অর্থমন্ত্রীর কানেও যায়। কিন্তু শেষ মুহূর্তে হতাশ করেননি অর্থমন্ত্রী। নিজেই দায়িত্ব নিয়ে তিনি ছেলেকে দিয়ে সিলেটে দল সাজাচ্ছেন। আগামীকাল রোববার আনুষ্ঠানিক যাত্রা করবে ‘সিলেট সিক্সার্স’। নব এ যাত্রায় সিলেট সিক্সার্সের স্লোগান ‘লাগলে বাড়ি,…বাউন্ডারি!। লোগোও তৈরি করা হয়েছে সিলেটের ঐতিহ্য ‘দু’টি পাতা একটি কুঁড়ির আদলে।’ নিজস্ব মালিকানায় বিপিএল-এ সিলেট ফেরার পাশাপাশি এবার নিজ ভেন্যুতে বসে খেলা উপভোগ করবেন ক্রীড়া পাগল সিলেটি দর্শকরা। শুধু তাই নয়, এবার লাক্কাতুরাস্থ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে যাত্রা শুরু হবে বিপিএল’র। পাওয়ার উপর এ যেন অধিক পাওয়া। যে কারণে ঘরের মাঠে খেলা দেখার জন্য বেশ মুখিয়ে আছেন সিলেটিরা। গতবার মাঠের উন্নয়নকাজের জন্য সিলেটে বিপিএল’র কোনো ম্যাচ হয়নি। এবার গ্যালারি সমপ্রসারণসহ অনেক কাজ করা হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এদিকে, সিলেট সিক্সার্সের নবযাত্রার অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ঈদ পুনর্মিলনী, সংবাদ সম্মেলন ও সিলেট সিক্সার্সের অফিসিয়াল যাত্রা, সঙ্গীতানুষ্ঠান। এসব আয়োজনে উপস্থিত থাকবেন সিলেট সিক্সার্সে ‘আইকন খেলায়াড়’ সাব্বির রহমান। মারকুটে এ ব্যাটসম্যানকে দেখার অপেক্ষায় রয়েছেন সাব্বির ভক্তরা। ১০ই সেপ্টেম্বর অনুষ্ঠানমালার শুরুতে দুপুর ২ টায় নগরীর ধোপাদীঘিরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে মধ্যাহ্নভোজ। সাড়ে তিনটায় নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন। বিকাল সাড়ে ৪ টায় সিলেট সিক্সার্স’র অফিসিয়াল যাত্রা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সিলেট-১ আসনের সংসদ সদস্য, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেই। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সিলেট সিক্সার্সের উপদেষ্টা ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’র প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক নাসির আহমদ চৌধুরী।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn