সিলেটে ছাত্রলীগ কর্মী জাকারিয়া মো. মাসুম হত্যামামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন গৌতম চন্দ্র (১৮) এবং আলী আহমদ জুয়েল (১৯)। শনিবার ভোরে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে কাস্টঘর ও চালিবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে শাহপরান থানা পুলিশ।গ্রেপ্তারকৃতদের মধ্যে গৌতম চন্দ্র (১৮) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কাজলগঞ্জ গ্রামের গোপাল চন্দ্রের ছেলে। সে নগরীর কাস্টঘর ৬৬ নং বাসার বাসিন্দা।অপরজন আলী আহমদ জুয়েল (১৯) সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়বন্দ হাসিনাবাড়ির মৃত আব্দুস সাত্তারের ছেলে। সে চালিবন্দর এলাকার সুগন্ধা ১৩ নং বাসার বাসিন্দা।২জনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, গৌতম মামলার এজাহারনামীয় ৮ নং আসামি এবং আলী আহমদ ১০ নং আসামি।খুনের ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জের লামাপাড়া এলাকায় জাকারিয়া মো. মাসুমকে ছুরিকাঘাত করা হয়। পেশায় ব্যবসায়ী মাসুম ছাত্রলীগের সুরমা গ্রুপের কর্মী। এমসি কলেজ ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীর অনুসারীরা মাসুমকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ করেছে তার পরিবার।বিকেলে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুম মারা যান।এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে নিহতের মা আতিয়া বেগম বাদী হয়ে মহানগরীর শাহপরান (র.) থানায় হত্যা মামলা দায়ের করেন।মামলায় এমসি কলেজ ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীসহ ১০ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ১২ জনকে আসামি করা হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn