তাহিরপুরঃ বাসর করা হলো না নববিবাহিত যুবকের
তাহিরপুরে বাসর করা হলো না নববিবাহিত যুবকের। তার হাত, পা মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে স্বজন ও পুলিশ। নিহত নববিবাহিত যুবকের নাম সোয়েব মিয়া(৩১)। তিনি উপজেলার বালিজুড়ি ইউনিয়নের বালিজুড়ি পশ্চিমপাড়া গ্রামের আব্দুস শহীদ ওরফে শুকুর মিয়ার ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনে মরা নদী থেকে জাল দিয়ে তার লাশ উদ্বার করে স্বজন ও পুলিশ। সোমবার রাত ছিল সোয়েব মিয়ার বাসর রাত। কিন্তু তার আর বাসর করা হলো না।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত রোববার বালিজুড়ি গ্রামের আব্দুনুর এর মেয়ের সঙ্গে একই গ্রামের সোয়েব মিয়ার বিয়ে হয়। সোমবার ছিল তার বৌভাত। সোমবার মধ্য রাত থেকে সকাল পর্যন্ত বাড়িতে সোয়েব মিয়া কে না পেয়ে বাড়ির পিছনে মরা নদীর ঘাটে তার স্যান্ডেল দেখতে পায় স্বজনরা। ঘোসল করার ঘাটে স্যান্ডেল দেখতে পেয়ে নদীতে জাল ফেলে অনেক খোঁজাখুজির পর পানিতে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে স্বজন ও পুলিশ। লাশ উদ্ধারের সময় সোয়েব মিয়ার হাত, পা, মুখ রশি দিয়ে বাঁধা ছিল। এমন জঘন্য ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় অনেকেই লাশ দেখে বলেছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ মরা নদী থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত রোববার বালিজুড়ি গ্রামের আব্দুনুর এর মেয়ের সঙ্গে একই গ্রামের সোয়েব মিয়ার বিয়ে হয়। সোমবার ছিল তার বৌভাত। সোমবার মধ্য রাত থেকে সকাল পর্যন্ত বাড়িতে সোয়েব মিয়া কে না পেয়ে বাড়ির পিছনে মরা নদীর ঘাটে তার স্যান্ডেল দেখতে পায় স্বজনরা। ঘোসল করার ঘাটে স্যান্ডেল দেখতে পেয়ে নদীতে জাল ফেলে অনেক খোঁজাখুজির পর পানিতে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে স্বজন ও পুলিশ। লাশ উদ্ধারের সময় সোয়েব মিয়ার হাত, পা, মুখ রশি দিয়ে বাঁধা ছিল। এমন জঘন্য ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় অনেকেই লাশ দেখে বলেছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ মরা নদী থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।