ছাতকে দিনব্যাপী ব্যস্ত সময় পার করলে সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। গতকাল বুধবার সকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলা বিভিন্ন শিক্ষা ও সরকারী প্রতিষ্ঠান পরিদর্শন এবং কয়েকটি সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। সকাল জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোর’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক। বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে ও শিক্ষক মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সহকারী কমিশিনার(ভুমি) সাবিনা ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফয়জুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজা মিয়া তালুকদার। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগেন্দ্র কুমার দাস, শিক্ষক জসিম উদ্দিন, পারভেজ মিয়া, ফরিদ উদ্দিন খান, আব্দুল কাদির, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সুয়েব আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুন নুর, মহেন্দ্র কুমার বিশ্বাস, এসআই আব্দুন নুর, ইউপি সদস্য আব্দুল কদ্দুছ সুমন। পরে চরমহল্লা ইউনিয়নের শাখাইতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল’র উদ্বোধন শেষে বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত সভায় জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুল আলম সিজ্জুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, সাবেক চেয়ারম্যান হাজী মিয়াধন আলী, ইউপি সদস্য হুশিয়ার আলী, শিক্ষক কবিরুল ইসলাম, স্থানীয় সোনা মিয়া, সাইদুল হক সবজিল, দুদু মিয়া, আজাদ মিয়া, মুহাম্মদ আলী, জহিরুল ইসলাম, মুহিবুর রহমান গেদা, বুরহান উদ্দিন, ফরিদ মিয়া, ইসলাম উদ্দিন, সমুজ আলী, ইউপি সদস্যা হাফছা বেগম প্রমুখ। বিকেলে ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শন ও মতবিনিময় সভায় যোগ দেন তিনি। পৌর মেয়র আবুল কালাম চৌধুরী সভাপতিত্বে ও সচিব সচিব মাহমুদ আলম মামুনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী রতœাংকুর দাস, সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, আখলাকুল আম্বিয়া সোহাগ, ধন মিয়া, আছাব মিয়া, নওশাদ মিয়া, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী প্রমুখ। পওে ভুমি অফিস পরিদর্শন শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে মনিপুরী সম্প্রদায়ের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবিরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn