জগন্নাথপুরে দুর্গা পূজার প্রস্তুতি, ২৫টি মন্ডপে সরকারি চাল বরাদ্দ
জগন্নাথপুরে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতি নেয়া হয়েছে। সেই সাথে এবার ২৫টি পূজা মন্ডপে সরকারি ভাবে চাল বরাদ্দ দেয়া হচ্ছে।জানাগেছে, আগামি ২৬ সেপ্টেম্বর থেকে ৫ দিন ব্যাপী সারা দেশের ন্যায় জগন্নাথপুর উপজেলার ২৩টি মন্ডপে সার্বজনীন ও ২টি মন্ডপে ব্যক্তিগত সহ মোট ২৫টি মন্ডপে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপে শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনের লক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন সহ সব ধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে। এছাড়া প্রতিটি মন্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। তাছাড়া এবারের পূজাটি শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের জন্য জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ সহ প্রতিটি মন্ডপ কমিটির উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।এবার উপজেলার মোট ২৫টি পূজা মন্ডপে সরকারি ভাবে সাড়ে ১২ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শহিদুজ্জামান এ তথ্য জানান।