এখন কলকাতাতেই বেশি সময় কাটছে জয়া আহসানের। ওখানকার কাজ রেখেই মাত্র দুদিনের জন্য ঢাকায় ফিরেছেন এই অভিনেত্রী। জয়া জানালেন বৃহস্পতিবার দুপুরে ঢাকায় এসেছেন তিনি। মায়ের সাথে দুদিন সময় কাটিয়ে শনিবার আবার ফিরে যাবেন কলকাতায়। এদিকে শুক্রবার মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা খাঁচা।আকরাম খান পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘খাঁচা’। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে ছবির চিত্রনাট্য লিখেছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও পরিচালক আকরাম খান দুজনে মিলে।ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। ছবির শুটিং হয় নড়াইলের লোহাগড়ার ইতনা, ঢাকার দোহার আর নাটোরে। শুটিংয়ের প্রায় ৬ বছর পরে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

জয়া আহসান বলেন, ‘হাসান আজিজুল হক যেভাবে দেখেছেন, তার মতো করে দেশভাগের এই বিষয়গুলো হয়তো আর কেউ দেখেননি। ছবির শুটিং শুরু হওয়ার মাত্র সাত দিন আগে আমি সিদ্ধান্ত নিই কাজটি করব। প্রস্তুতি নেওয়ার জন্য হাতে তেমন সময়ও ছিল না। কিন্তু সাহস করে দাঁড়িয়ে গেছি। এখানে আমাকে ২৫ থেকে ৭০ বছর পর্যন্ত একই নারীর বিভিন্ন ধাপ ফুটিয়ে তুলতে হয়েছে। যথেষ্ট চ্যালেঞ্জ ছিল। ডাবিংয়ের সময় বুঝেছি, আকরাম খান খুব ভালো একটি কাজ করেছেন। আমি বলব, এটা তার অন্যতম সেরা কাজ হবে। আজাদ আবুল কালাম কিংবা মামুনুর রশীদের অভিনয় অসাধারণ। তারা যখন গেটআপ নিয়ে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছেন, মনে হয়েছে যেন বাস্তবের সেই চরিত্র।’ কলকাতায় পূজার ব্যস্ততা নিয়ে সময় কাটছে জয়ার। গত মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুর্শিদাবাদে ফিতা কেটে বিশ্বকর্মার পূজা উদ্বোধন করেছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn