মাহবুব আলম ::
সরকারি প্রতিষ্ঠান ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন‚ সরকার শিক্ষাক্ষেত্রে দেশে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে এবং দেশের শিক্ষার ভীত মজবুত করতে সরকার ও প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। দেশে প্রাথমিক বিদ্যালয়ের জন্যে হাজার-হাজার দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করছে এ সরকার। ছাতক-দোয়ারাবাসী সরকারের এ উন্নয়ন থেকে বঞ্চিত হয়নি। এখানেও শতাধিক প্রাথকি বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, আ’লীগ সরকারের আমলেই ছাতক-দোয়ারাবাসী শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগ, বিদ্যুতসহ কাঙ্খিত উন্নয়ন পেয়েছে। এধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান জানিয়েছেন তিনি।
রবিবার ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাও আব্দুল জব্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ত্রিতল ভবনের আনুষ্টানিক উদ্বোধন শেষে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক কামাল উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মোঃ লাহিন মিয়া‚ উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাশ‚ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ছানাউর রহমান তালুকদার‚ সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান‚ যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ‚ ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ‚ আওলাদ হুসেন মাস্টার‚ সায়েস্তা মিয়া‚ উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান মুরাদ হুসেন‚ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ‚ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলু‚ গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন প্রমুখ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn