ধর্মীয় উৎসব পালনে বাধা দেয়া হচ্ছে: গয়েশ্বর
ধর্মীয় উৎসব পালনে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার বিকালে কেরানীগঞ্জের আগানগর মালোপাড়া মন্দির পরিদর্শন শেষে তিনি এ অভিযোগ করেন। এসময় তিনি বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ নাই। কথা বললে হামলা, মামলা দেয়া হয়। ক্ষমতাসীনরা বেপরোয়া আচরণ করছে। সারাদেশে শতাধিক প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এতেই বোঝা যায় সংখ্যালঘুদের প্রতি সরকারের দায়বদ্ধতা কতটুকু?এর আগে দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করে আর্থিক সহায়তা করেন তিনি। এছাড়া বেশ কয়েকটি হিন্দু পরিবারের মধ্যে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুর রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল কবির পল, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক নাজিম উদ্দিন মাষ্টার, বিএনপি নেতা অ্যাড. সেলিম চৌধুরী, আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আরশাদ হোসেন সপু, সাধারন সম্পাদক আসাদ খান প্রমুখ।