ছাতকে নির্যাতন সইতে না পেরে গৃহবধূর গায়ে আগুন
চান মিয়া–
ছাতকে শাশুর-শাশুড়ির অমানবিক নির্যাতন সইতে না পেরে নিজের গাঁয়ে কেরোসিন ঢেলে আত্মহননের অপচেষ্ঠা চালায় মনি বেগম (৩০) নামের এক গৃহবধূ। গুরুতর আহত অকস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে। ২৭সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির খোজাখাই গ্রামে এঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ২৬সেপ্টেম্বর সকালে খোজাখাই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী দু’সন্তানের জননী মনি বেগমের সাথে তার শাশুড় শাশুড়ির ঝগড়া হয়। ঘটনার পর অব্যাহত নির্যাতনের প্রতিকারের উদ্দেশ্যে মনি বেগম স্থানীয় ইউপি সদস্য সুরেতাজ মিয়ার মাধ্যমে ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান আখলাকুর রহমানের কাছে বিচার প্রার্থী হলে এসময় বিষয়টি নিষ্পত্তি করা হয়। রাতে শাশুর-শাশুড়ি পুনরায় তার উপর চরম নির্যাতন শুরু করে। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে নিজের গাঁয়ে কোরোসিন ঢেলে আত্মহননের উদ্দেশ্যে শরিরে আগুন ধরিয়ে দেয়। এতে তার প্রায় সিংহভাগ অংশই আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে। এব্যাপারে ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি নিষ্পত্তির পর পূনরায় তাকে নির্যাতন করায় সে আত্মহননের পথ বেছে নেয়।