নাফে নৌকাডুবি: দুই রোহিঙ্গার লাশ উদ্ধার
রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসার পথে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীতে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই রোহিঙ্গার লাশ ও ১০ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৫-২০ জন। রবিবার (৮ অক্টোবর) রাত ৯টায় নাফ নদীর গোলার চর মোহনায় নৌকাটি ডুবে যায়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। জীবিত উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, ট্রলারে ২৮ জন নারী-পুরুষ ছিলেন। নাফ নদীর ঘোটার চরে হঠাৎ ট্রলারটি ডুবে যায়। তাদের চিৎকারে বিষয়টি নজরে আসে বিজিবির টহল দলের। পরে তাদের তৎপরতায় ৮ জনকে জীবিত ও দুই জনের লাশ উদ্ধার করা হয়। টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, শাহপরীর দ্বীপে নাফ নদীর ঘোলার চর পয়েন্টে রোহিঙ্গাবোঝাই ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় এখনও ১৮ জন নিখোঁজ রয়েছে। ওসি মো. মাইন উদ্দিন খান জানান, উদ্ধার রোহিঙ্গাদের তথ্যমতে, এখনও ১৮ জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।