নানা অঘটনের জন্মদিয়ে ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। দক্ষিন এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এই ইউনিট কিছুতেই শান্ত হচ্ছে না। কেন্দ্র থেকে ১০ অক্টোবর সম্মেলনের তারিখ নির্ধারণ করে দেওয়া হলেও এইদিন সম্মেলন আয়োজন করতে পারছে না শাবি ছাত্রলীগের বর্তমান কমিটি। তবে সম্মেলন না হলেও এইদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি কর্মী সভা করবে ছাত্রলীগ। এতে উপস্থিত থাকবেন শাবি ছাত্রলীগের দায়িত্ব প্রাপ্ত নেতা ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রচার সম্পাদক সাইফ উদ্দিন বাবু। এছাড়া উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন। রবিবার রাতেই তারা সিলেটে এসে পৌছাবেন। এ ব্যপারে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার সম্পাদক সাইফ উদ্দিন বাবু সিলেটভিউকে বলেন- ১০ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন আয়োজনের কথা থাকলেও তারা সেটি করতে পারেনি। তাই কর্মী সভা অনুষ্ঠিত হবে। এই সভার পরই শাবি ছাত্রলীগের ব্যপারে সিদ্ধান্ত জানাবে কেন্দ্রীয় ছাত্রলীগ।

শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন- কেন্দ্র থেকে তারিখ ঠিক করে দেওয়া হলেও এই তারিখে তারা সম্মেলন করতে পারছেন না। তবে ১০ অক্টোবর কর্মী সভার পর কর্মীদের মতামত নিয়ে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সম্মেলনের একটি তারিখ নির্ধারণ করা হবে। পরবর্তীতে কেন্দ্র নির্ধারিত তারিখে একটি সফল সম্মেলন করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn