আগামি নির্বাচনে জনগণের সরকার নির্বাচিত করতে হবে-মিলন
মো.শাহজাহান মিয়া-
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও ছাতক-দোয়ারা বাজার আসনের সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, বর্তমান অবৈধ আ.লীগ সরকারের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। অনির্বাচিত সরকারের কবল থেকে দেশেকে বাঁচাতে হবে। তাই আগামি জাতীয় নির্বাচনে জনগণের সরকারকে নির্বাচিত করতে হবে। এ জন্য তৃণমুল পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সোমবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিবুর রহমান গিলমান, আকবর আলী চেয়ারম্যান, অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সাংগঠনিক সম্পাদক মুনাজির হোসেন সুজন। জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এমএ মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-সম্পাদক আবুল হাসিম ডালিম ও বিএনপি নেতা সৈয়দ মোছাব্বির আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুর আহমদ কাবেরি, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট জামাল আহমদ, বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, আবদুস সোবহান, পৌর বিএনপির সভাপতি এমএ মতিন, সাধারণ সম্পাদক হারুনুজ্জামান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডা. রাজা মিয়া, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান, বিএনপি নেতা এমএ নুর, শামসুল হক, আনোয়ার মিয়া, মাসুম মিয়া, ইলিয়াছ মিয়া, গোলাপ মিয়া, খালেদ মিয়া, সৈয়দ খাইরুল ইসলাম, জুবের আহমদ আবু, শাহজান আহমদ, সিপন মিয়া, সাদিকুর রহমান নান্নু, রাহিন তালুকদার, যুবদল নেতা দিলোয়ার হোসেন দিলু, আনছার মিয়া, আবদুল গফ্ফার, সেলিম আহমদ, রুবেল মিয়া, শাহিন আহমদ, আনহার মিয়া, সৈয়দ শফিকুর রহমান, ডা. মারজান আহমদ, আলিম উদ্দিন, রোকন আহমদ, আবদুন নুর, খালেক আহমদ, জহিরুল ইসলাম লেবু, হাবিুর রহমান, ইছহাক আহলুল, লিলু মিয়া, ছাত্রদল নেতা জুবেদ আলী লখন, সৈয়দ মারুফ আহমদ, নাসিম হোসেন রুহেল, জাকির হোসেন, শামীম আহমদ, নোমান আহমদ সাদি, জুনেদ আহমদ, মামুনুর রশীদ, রাজু আহমদ, খোকন মিয়া, জুবেল আহমদ প্রমূখ। সভায় অনুষ্ঠানিক ভাবে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়নের কর্মসুচির উদ্বোধন করেন প্রধান অতিথি কলিম উদ্দিন মিলন। এছাড়া জাতীয় পার্টি থেকে বেশ কিছু নেতাকার্মীরা বিএনপিতে যোগদান করেন। এ সময় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা দলীয় নেতাকর্মী সহ কয়েক হাজার জনতার উপস্থিতিতে চিলাউড়া বাজার সহ আশপাশ এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠে।