ঢাকার মঞ্চে শাবানা আজমি ও জাভেদ আখতার
ঢাকার মঞ্চে শাবানা আজমি ও জাভেদ আখতার নাসির উদ্দিন শাহর পর এবার উর্দু কবি কাইফি আজমির জীবনীনির্ভর মঞ্চনাটক ‘কাইফি আওর ম্যায়’ মঞ্চস্থ করতে বাংলাদেশে আসছেন ভারতের বিখ্যাত অভিনেত্রী শাবানা আজমি। নাটকে তার সঙ্গে মঞ্চে থাকবেন তার স্বামী, গীতিকার ও কবি জাভেদ আখতার। ‘কাইফি আওর ম্যায়’ নাটকটি নিয়ে দেশ বিদেশ ঘুরেছেন শাবানা আজমি। কবি কাইফি আজমির সাক্ষাৎকার ও লেখা থেকে শওকত কাইফির বই ‘ইয়াদ কি রেহগুজার’ গ্রন্থনা থেকে নাটকটি রচনা করেছেন জাভেদ আখতার। মঞ্চে জাভেদ আখতার ও শাবানা আজমির হৃদয়স্পর্শী কথোপকথনের ভিতর দিয়ে এগোয় নাটকটির গল্প। নাটকটি প্রসঙ্গে ব্লুজ কমিউনিকেশনের পক্ষ থেকে জানানো হয়, ‘নাসির উদ্দিন শাহর নাটকটি মঞ্চায়নের সময় ঢাকার দর্শকদের প্রচুর সাড়া পাই আমরা। তারই ধারাবাহিকতায় এ নাটকটির উদ্যোগ।’ ২৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় খামারবাড়ি এলাকার কৃষিবিদ কমপ্লেক্স অডিটোরিয়ামে মঞ্চস্থ হবে নাটকটি। এ আয়োজনে আরও উপস্থিত হচ্ছেন গজল সম্রাট জসিন্দর সিং।