জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ ৪১ ব্যাচের (২০১০-১১ শিক্ষাবর্ষ) এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মারা যাওয়া আদনান মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আদনান রাত ১০টার দিকে হলে নিজের (বি-ব্লক ৪৫০ নম্বর) কক্ষে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে আবাসিক শিক্ষার্থীরা তার কক্ষের দরজা ভেঙে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। বিশ্ববিদ্যালয় মেডিকেল থেকে তাৎক্ষণিকভাবে সাভারের এনাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। এনাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মীর মশাররফ হোসেন হলের প্রোভোস্ট অধ্যাপক শফী মুহাম্মদ তারেক  বলেন, পুলিশকে খবর দেয়া হয়েছে।  তবে রাত পৌনে ১২টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে তিনি জানান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn