জবি’র ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস, আটক ২
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পরীক্ষার আগে ২ পরীক্ষার্থীর মোবাইলে উত্তরপত্র পাওয়া গেলে তাদের আটক করা হয়। এদের মধ্যে আয়শা আক্তার সোহার মোবাইলের ফেসবুক মেসেঞ্জারে ১টা ১৬ মিনিটে উত্তরপত্র পাঠানোর প্রমাণ পাওয়া যায়। সাখাওয়াতের মোবাইলে ২টা ২৮ মিনিটে এ উত্তরপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে। ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি জাকারিয়া মিয়া বলেন, অধিকতর যাছাইয়ের মাধ্যমে মূল হোতাদের খুঁজে বের করা হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর ড.নূর মোহাম্মদ জানান, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রুনা লাইলা আটককৃত দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেন। তাদের পরীক্ষার হলের বাইরে উত্তরসহ আটক করায় পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া আটক না হওয়া মেহেদী হাসান মিতুল ও নাজমুল হাসানের পরীক্ষা বিজ্ঞান অনুষদের ডিনের মাধ্যমে বাতিল করা হবে। ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, প্রশ্নফাঁস ঠেকাতে আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে ভর্তি পরীক্ষা নেয়া হবে না। আবেদন যোগ্যতা বাড়িয়ে কম সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা নেয়া হবে। বাইরের সব কেন্দ্র বাতিল করে দেয়া হবে। বাইরের কেন্দ্র থেকে প্রশ্নফাঁসের ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।