আওয়ামী লীগ সরকার জনগণের সরকার-এমপি রতন
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার, এই সরকারের আমলে হাওরাঞ্চলসহ সমগ্র দেশ উন্নয়ন কার্যক্রম চলছে। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল এমপিকে নির্দেশ দিয়েছেন নিজ নিজ এলাকায় গিয়ে প্রতিটি বাড়িকে যেন বিদ্যুৎতায়নের আওতায় আনা হয়। পাশাপাশি গ্রামগঞ্জের রাস্তাঘাটে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে সে বিষয়ে কাজ করে যেতে হবে।’ শুক্রবার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও বাজারে মানিগাঁও, শান্তিপুর ও গুটিলা গ্রামের নতুন বিদ্যুৎ লাইন সংযোগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার একটি বাড়িও বিদ্যুৎবিহীন থাকবে না। সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেয়া হবে।
আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিনের সভাপতিত্বে ও উত্তর বড়দল ইউনিয়ন ছাত্রলীগ নেতা ঝুমুর তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব, থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, জেলা আওয়ামীলীগ নেতা করুণাসিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলী মর্তূজা, বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, বিশ্বজিত সরকার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুব লীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা কৃষক লীগ সভাপতি সেলিম হায়দার, উত্তর বড়দল ইউনিয়ন যুব লীগ সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মুতালিব, দলীয় নেতা আবুল কালাম, নোয়াজ আলী, আকসান আহমদ, ছাত্রলীগ নেতা রাহাত হায়দার প্রমুখ।