জাবিতে ছাত্রী উত্ত্যক্তকারীকে মারধর করে পুলিশে সোপর্দ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফজিলাতুন্নেসা হলের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে এক বহিরাগতকে মারধর করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা। উত্ত্যক্তকারী বহিরাগত আব্দুর রহিম একজন গাড়িচালক। পরে পুলিশ তাকে মানসিক ভারসাম্যহীন মনে করে তার বাসায় পৌঁছে দিয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলের সামনে থেকে আব্দুর রহিমকে আটক করে মারধর করেন ছাত্রলীগ কর্মী শিহাব উদ্দিনসহ কয়েকজন।পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সুদিপ্ত শাহীনকে নিয়ে ওই যুবককে পুলিশে সোপর্দ করা হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সুদিপ্ত শাহীন যুগান্তরকে বলেন, উত্ত্যক্তকারী আব্দুর রহিমকে আমরা হাতেনাতে ধরেছি। ছাত্ররা তাকে মারধর করলে তাকে পুলিশের ভ্যানে তুলে দিয়েছি।এ বিষয়ে ছাত্রলীগ কর্মী শিহাব উদ্দিন জানান, ওই হলের এক ছাত্রী কয়েক দিন ধরে তাদের ডিস্টার্ব করার কথা জানায়। পরে শুক্রবার রাতে আবার উত্ত্যক্ত করতে এলে আমাকে ফোন দিলে আমরা তাকে হাতেনাতে ধরে মারধর করে পুলিশে দেই।এ বিষয়ে অভিযোগকারী ফজিলাতুন্নেসা হলের ওই ছাত্রী জানান, লোকটা কয়েক দিন ধরে গভীর রাতে হলের কাছে এসে আমাদের উত্ত্যক্ত করছে। রাত ১২টার পরে জানালার সামনে এসে মোবাইলের ফ্লাশ জ্বালিয়ে ডাকাডাকি করে এবং বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করে সে। এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগ করা যায়নি।