সম্প্রতি বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান পরিচালক ও অভিনেতা খান আতাউর রহমানকে ‘রাজাকার’ বলে মন্তব্য করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। নিউইয়র্কের একটি অনুষ্ঠানে তিনি আরও বলেন, ”খান আতাউর রহমানের ‘আবার তোরা মানুষ হ’ এটাতো নেগেটিভ ছবি। মুক্তিযোদ্ধাদের বলছে আবার তোরা মানুষ হ। খান আতা রাজাকার, আমি না হলে তিনি বাঁচতো না। আমি গৌরব করবো যে, আমি না হলে খান আতা ৭১-এর ১৬ ডিসেম্বরের পরে মারা যায়।” সেই সাথে এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এমনকি বেশ কয়েকটি গণমাধ্যমে খবরের শিরোনাম হয়ে উঠে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর এই বক্তব্য। এতদিন পরে তিনি আবার কেন এসব কথা বলছেন- তা নিয়ে ফেসবুকে চলছে নানা তর্ক-বিতর্ক। হঠাৎ এই বিতর্ক কেন? এ বিষয়ে জানতে চাইলে খান আতাউর রহমানের সন্তান প্রখ্যাত কণ্ঠশিল্পী ও অভিনেতা আগুন বলেন, ”আমি চাই, বাচ্চু চাচার সেই ভিডিও ক্লিপটি ভাইরাল হোক। জনগণ তা দেখে রায় দেবে। অতঃপর প্রয়োজনে আমি প্রেস কনফারেন্স করবো। আপাতত এর চেয়ে বেশি কিছু বলার নেই।” নাসির উদ্দীনের মন্তব্য নিয়ে সংবাদ সম্মেলন করার কথাও ভাবছেন আগুন। তিনি বলেন, ‘যেহেতু খান আতাউর রহমান জনগণের মানুষ, সে ক্ষেত্রে জনগণের প্রতিক্রিয়া দেখার পর প্রয়োজনে আমি প্রেস কনফারেন্স করব। আমার কাছে এর উত্তর আছে।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn