ধর্মপাশায় ফসল রক্ষা বাঁধ মেরামত ও পুনঃনির্মাণ বিষয়ক সভা
ধর্মপাশা উপজেলার হাওর এলাকার কৃষকের আগামী বোরো ফসল নির্বিঘ্নে ঘরে তোলার লক্ষ্যে হাওর এলাকার ফসল রক্ষা বাঁধগুলো মেরামত ও পুনঃনির্মাণ বিষয়ক এক প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার সকাল ১১ টায় ইউএনও’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যদের মাঝে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা সোয়েব আহম্মেদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল ওয়াদুদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহসিন করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন, থানার ওসি গোলাম কিবরিয়া, জেলা পরিষদের সদস্য শামীম আহম্মেদ মুরাদ, পানি উন্নয়ন বোর্ডের ধর্মপাশা উপজেলার দায়িত্বে থাকা উপ-সহকারি প্রকৌশলী আ.ন.ম গোলাম সারুওয়ার, ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সেলিম আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু প্রমূখ। সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়নুল আলম তালুকদারকে সভাপতি করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি বাঁধ জরিপ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিকে বর্ষার পানি কমার সাথে-সাথে হাওরের ক্ষতিগ্রস্ত সব ক’টি বাধেঁর জরিপের রিপোর্ট দ্রুত উপজেলা কমিটির নিকট দাখিল করার নির্দেশ দেয়া হয়।