ঢাবি ও বুয়েট শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বুয়েট ক্যাম্পাসের ভেতরে এ ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার রাতে জহুরুল হক ঘটনার সূত্রপাত, তখন ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও বুয়েটে সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা রূপ নেয় হাতাহাতিতে। ওই রাতে বুয়েটের ভেতরের সড়ক বন্ধ ছিল কিছু সময়। আগের রাতের ঘটনায় জড়িতদের পেয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা। তখন সাদমান নামে বুয়েটের এক শিক্ষার্থী আহত হন। তিনি চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া। আহত অন্যরা হলেন— বুয়েটের আব্দুর সৌরভ, দিব্য মণ্ডল, মুহুরী ও অনিক। এদিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পর পলাশী সংলগ্ন দুই বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছি আমরা। ছাত্রদের মধ্যে ঝামেলার কারণে বুয়েটের ভেতরে সড়কে যানচলাচল সাময়িক বন্ধ ছিল। এখন সবকিছু স্বাভাবিক করার চেষ্টা চলছে।’