গত অর্থবছরে রেকর্ড ৪৭৩.৪ মিলিয়ন পাউন্ড রাজস্ব আয়ের ঘোষণা দিয়েছে প্রিমিয়ার লীগের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি। ২০১৬-১৭ অর্থ বছরের জন্য সিটির বার্ষিক রিপোর্টে এই পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে। গত বছরের তুলনায় এই পরিমান ২১ শতাংশ বেশী। টানা তৃতীয় বছরের মত ক্লাবের রাজস্ব আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে রিপোর্টে জানানো হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে আট পয়েন্ট এগিয়ে পেপ গার্দিওলার দল এই মুহূর্তে দারুন ফর্মে রয়েছে। ইতোমধ্যেই চ্যাম্পিয়নস লীগের শেষ ১৬’ নিশ্চিত হয়ে গেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটি চেয়ারম্যান খালদুন আল মুবারক বলেছেন, ‘এই রিপোর্টের মাধ্যমে আমাদের ভক্ত ও পার্টনাররা প্রতিটি ক্ষেত্রে ক্লাবের বিস্তারিত পর্যায়গুলো সম্পর্কে সম্যক ধারনা পাবে। মাঠ ও মাঠের বাইরের সঠিক দিক নির্দেশনার ফসল এটি। এর মাধ্যমে ভবিষ্যতে ক্লাবের শক্তি আরো বৃদ্ধি পাবে বলেই আমরা আশাবাদী।’  ২০০৮ সালে আবুধাবীর শেখ মানসুর ম্যানচেস্টার সিটির মালিকানা লাভ করেন। মানসুরের মেয়াদে সিটি দুইবার প্রিমিয়ার লীগ, দুটি লীগ কাপ ও একটি এফএ কাপের শিরোপা জয়ের কৃতিত্ব দেখায়। এর আগে কখনই রাজস্ব আয় ৪০০ মিলিয়ন পাউন্ডের উপরে দেখাতে পারেনি সিটিজেনরা। আল মুবারক জানিয়েছেন ধীরে ধীরে এই পরিমান ৫০০ মিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যাবার পথেই রয়েছে। সিটি ম্যানেজার হিসেবে নিজের প্রথম মেয়াদে গার্দিওলা কোন শিরোপা জিততে পারেনি। কিন্তু ক্লাবের প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানো ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে গার্দিওলার সাথেই তারা থাকতে চান। ক্লাবের যুব দলটি নিয়েও সংশ্লিষ্টরা দারুন আশাবাদী। দীর্ঘ মেয়াদে ক্লাবের যোগ্যতা প্রমাণে তরুণদের বিকল্প নেই। সে কারণেই যুব দলটির ওপরেও সমানভাবেই গুরুত্ব দেয়া হচ্ছে।বাসস।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn