অ্যান্ড্রয়েড ডিভাইসের অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন বন্ধ করতে
অ্যান্ড্রয়েড ডিভাইসের বিভিন্ন ফ্রি অ্যাপে ইন্টারনেটের সাথে যুক্ত হলেই বিজ্ঞাপন প্রদর্শন করা হয় যা অনেকের কাছেই বিরক্তিকর মনে হতে পারে। এসব বিজ্ঞাপন বন্ধ করতে ফোনে ইনস্টল করে নিতে পারেন অ্যাডঅ্যাওয়ে নামের একটি অ্যাপ। তবে অ্যাপটি ব্যবহার করার জন্য ডিভাইস রুট করা থাকতে হবে। অ্যাপটি চালু করে পারমিশন গ্রান্ট করে দিন। এরপর প্রয়োজনীয় অপশন চালু করে অ্যাপটি সেটিংস ঠিক করে নিন। অ্যাপটি এবার কাজ শুরু করবে। এরপর থেকে বিভিন্ন অ্যাপ বিজ্ঞাপনমুক্ত রাখবে অ্যাডঅ্যাওয়ে। অ্যাপটি ডাউনলোড করা যাবে http://goo.gl/yegHu5 লিংক থেকে।